বাংলা নিউজ > হাতে গরম > গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪,৫৫৩ জন, ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২৪,৬১,১৯১

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪,৫৫৩ জন, ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২৪,৬১,১৯১

A health worker wearing PPE kit gives tea to a covid patient at CWG COVID Care Centre, in New Delhi on Thursday. (ANI Photo)

সর্বমোট মৃতের সংখ্যা ৪৮,০৪০। এর মধ্যে ৬,৬১,৫৯৫ জন অ্যাক্টিভ রোগী এবং ১৭,৫১,৫৫৬ জন রোগী সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৪,৫৫৩ জন নতুন আক্রান্ত এবং ১,০০৭ মৃত্যুর জেরে ভারতে কোভিড রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৪,৬১,১৯১ লাখ। সর্বমোট মৃতের সংখ্যা ৪৮,০৪০। এর মধ্যে ৬,৬১,৫৯৫ জন অ্যাক্টিভ রোগী এবং ১৭.৫১,৫৫৬ জন রোগী সুস্থ হয়েছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বর্তমানে মোট কোভিড আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত রাষ্ট্র ভারত। তার আগে রয়েছে শুধু আমেরিকা ও ব্রাজিল। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, দেশে করোনা পরিস্থিতির সামগ্রিক উন্নতি ঘটছে কারণ সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

উল্লেখ্য, ভারতে আপাতত সুস্থতার হার ৭০ শতাংশের বেশি এবং কোভিড আক্রান্তের মৃত্যুর হার ১.৯৫% , যা বিশ্বে অন্যতম নিম্নতম।

সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে নিয়মিত পরীক্ষার হার বাড়ানোয় উদ্যোগী কেন্দ্রীয় সরকার। গত বুধবার ভারতে ৮ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ক্রমে দিনে ১০ লাখ নমুনা পরীক্ষা করার লক্ষ্য রয়েছে প্রশাসনের। 

বর্তমানে দেশে ১,৪০০ এর বেশি পরীক্ষাগারে Covid-19 পরীক্ষা করা চলেছে। এর মধ্যে ৯৪৭টি সরকারি এবং ৪৮৬টি বেসরকারি গবেষণাগার। 

বন্ধ করুন