বাংলা নিউজ > হাতে গরম > ১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে না পাঠানোর ফল ভুগছে ভারত,বললেন কেন্দ্রীয় মন্ত্রী

১৯৪৭ সালে মুসলিমদের পাকিস্তানে না পাঠানোর ফল ভুগছে ভারত,বললেন কেন্দ্রীয় মন্ত্রী

গিরিরাজ সিং

গিরিরাজের দাবি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় একটি বড় ভুল করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। তার ফল আজও ভুগতে হচ্ছে।

স্বাধীনতার সময়ে মুসলিমদের পাকিস্তানে পাঠানো হয়নি। তার ফল এখন ভারতকে ভুগতে হচ্ছে। বিহারে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে বৃহস্পতিবার বিহারের পূর্ণিয়া জেলার সীমাচল অঞ্চলে বক্তৃতা করছিলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, 'যখন আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিলেন, তখন একটি ইসলাম রাষ্ট্র তৈরির চেষ্টা চালাচ্ছিলেন জিন্না (মহম্মদ আলি জিন্না)।'

গিরিরাজের দাবি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় একটি বড় ভুল করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। তার ফল আজও ভুগতে হচ্ছে। গিরিরাজের কথায়, 'আমাদের পূর্বপুরুষরা একটা ভুল করেছিলেন। যদি আমাদের সব মুসলিম ভাইদের পাকিস্তানে পাঠানো হত ও হিন্দুদের এখানে (ভারত) আনা হত তাহলে সিএএ করার কোনও প্রয়োজনই ছিল না। কিন্তু সেটা হয়নি। সেজন্য আমাদের ফল ভুগতে হচ্ছে।

বন্ধ করুন