করোনায় যতটা সম্ভব সংস্পর্শহীন ভাবে কাজ করার জন্য এবার QR কোড স্ক্যান করে টিকিট চেক করার প্রক্রিয়া চালু করল ভারতীয় রেল। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে উত্তর রেলওয়ের মোরাবাদ ডিভিশন। বুধবার থেকে এই নয়া পদ্ধতি শুরু হয়েছে।
মোরাদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তরুণ প্রকাশ বলেন যে টিকিট রিজার্ভেশনের ব্যবস্থায় তারা কিছু রদবদল করেছেন। এর ফলে প্রতিটি টিকিটের জন্য নির্দিষ্ট QR code দেওয়া হচ্ছে যেটা টিকিট চেকাররা বিশেষ মেশিনের সাহায্যে স্ক্যান করে চেক করছেন। এর আগে উত্তর পশ্চিম রেলে QR code চালু হয়েছিল অসংরক্ষিত টিকিট কাটার জন্য।
কীভাবে QR code দেওয়া টিকিট পাবেন-
প্রথমে গুগল প্লে স্টোর থেকে UTS অ্যাপটি ডাউনলোড করুন। এরপর রেজিস্ট্রেশন ও লগ-ইন প্রক্রিয়াটি সারুন। এরপর লগ-ইন করে বুক টিকিট অপশনের ক্ষেত্রে QR বুকিং অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর যাবতীয় তথ্য দিতে হবে যাতে বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়।