বাংলা নিউজ > হাতে গরম > করোনার জেরে ভারতে আটকে পড়েছেন যে সব NRI, তাদের দেশে ট্যাক্স দিতে হবে না- কেন্দ্র

করোনার জেরে ভারতে আটকে পড়েছেন যে সব NRI, তাদের দেশে ট্যাক্স দিতে হবে না- কেন্দ্র

নির্মলা সীতারামন

গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে করোনার জেরে যেসব NRI ভারতে আটকে পড়েছেন, তাদের দেশে কর দিতে হবে না। নিয়ম হচ্ছে যে সব ভারতীয়রা বিদেশে থাকেন, তাদের এখানে আয়কর দিতে হয় না, যদি তারা বছরে ১২০ দিনের কম দেশে থাকেন। কিন্তু করোনার জেরে এই নিয়মে ব্যতিক্রম করা হচ্ছে। 

প্রায় দেড় মাস ধরে বিমান পরিষেবা বন্ধ। অনেক এনআরআই ১২০ দিনের বেশি থেকে ফেলেছেন। অনেকের সেই ঊর্ধ্বসীমা দ্রুত পার হয়ে যাবে। অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, যে অনেকেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এনআরআই স্ট্যাটাস চলে গেলে ভারতে ট্যাক্স দিতে হবে, সেই নিয়ে চিন্তায় ছিলেন অনেকে। তারা স্বস্তি পাবেন অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে। 

বিদেশে আটকে ছিলেন যে সব ভারতীয়, তাদের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও সাধারণ বিমান পরিষেবা কবে চালু হবে, সেই নিয়ে কোনও স্পষ্টীকরণ নেই। 

বন্ধ করুন