বাংলা নিউজ > হাতে গরম > মদের নেশায় চুর হয়ে বৃদ্ধা মা-কে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক

মদের নেশায় চুর হয়ে বৃদ্ধা মা-কে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক

(ছবিটি প্রতীকী)

মদের নেশায় চুর হয়ে মা-কে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। তিনি বাধা দিলে বৃদ্ধাকে মারধর করে রাজু।

মদের নেশায় মত্ত হয়ে বৃদ্ধা মা-কে ধর্ষণের চেষ্টা করল রাজস্থানের এক ব্যক্তি। ঘটনায় রাজু (৩০) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ রাজস্থানের হনুমানগড় জেলার সুরেশিয়া মহল্লায় আচমকা বছর সত্তরের ওই বৃদ্ধার চিৎকার শুনে সচকিত হন প্রতিবেশীরা।

বাড়িতে পৌঁছে দেখা যায়, খাটিয়ার উপরে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর পোশাক অবিন্যস্ত ছিল, দাবি প্রত্যক্ষদর্শীদের।

বাড়ির অন্য এক ঘরে লুকিয়ে ছিল বৃদ্ধার ছেলে রাজু। প্রতিবেশীদের বৃদ্ধা জানান, মদের নেশায় চুর হয়ে মা-কে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। তিনি বাধা দিলে বৃদ্ধাকে মারধর করে রাজু।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজুকে গ্রেফতার করার পরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/৫১১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, পেশায় দিনমজুর রাজু অবিবাহিত।

বন্ধ করুন