বাংলা নিউজ > হাতে গরম > Janata Curfew: এখনের পদক্ষেপ আগামীদিনে সাহায্য করবে, 'জনতা কার্ফু'-র সকালে বার্তা মোদীর

Janata Curfew: এখনের পদক্ষেপ আগামীদিনে সাহায্য করবে, 'জনতা কার্ফু'-র সকালে বার্তা মোদীর

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (ফাইল ছবি, সৌজন্য এএফপি)

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত দেশবাসীকে 'জনতা কার্ফু' পালনের ডাক দিয়েছিলেন তিনি।

শুনশান রাস্তাঘাট। গাড়ির সংখ্যা নামমাত্র। বাসের দেখা তেমন মিলছে না। মাঝেমধ্যে দু'একটি ম্যাটাডোর চোখে পড়েছে। ইতিউতি হাতেগোনা কয়েকজনের দেখা মিলছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে 'জনতা কার্ফু'-র সকালে রাজ্যের সর্বত্রই মোটের উপর এরকম ছবি ধরা পড়ল।

আরও পড়ুন : Rail ticket cancellation: এই দিন পর্যন্ত ট্রেনের টিকিট বাতিল করলে মিলবে পুরো টাকা

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আজ সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত দেশবাসীকে 'জনতা কার্ফু' পালনের ডাক দিয়েছিলেন মোদী। কোনও জরুরি পরিষেবা ছাড়া স্বেচ্ছায় গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন তিনি। ১৪ ঘণ্টার সেই 'কার্ফু' শুরুর আগে দেশবাসীকে আবারও একবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান করেন প্রধানমন্ত্রী।

জনতা কার্ফু লাইভ আপডেট

রবিবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, 'আর কিছুক্ষণের মধ্যে জনতা কার্ফু শুরু হবে। আসুন, আমরা সবাই এই কার্ফুতে সামিল হই। যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগ করবে। আমরা এখন যে পদক্ষেপ করছি, তা আগামীদিনে সাহায্য করবে। ঘরে থাকুন ও সুস্থ থাকুন।'

বন্ধ করুন