বাংলা নিউজ > হাতে গরম > জেএনইউ তাণ্ডব : ঐশীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

জেএনইউ তাণ্ডব : ঐশীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

ঐশী ঘোষ (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

প্রথম থেকেই দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ঐশী ঘোষ।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) হিংসার ঘটনায় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে জিজ্ঞাসাবাদ করল দিল্লি পুলিশ। পঙ্কজ ও ওয়াসকর বিজয়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনজনের বক্তব্য নথিভুক্ত করেছে পুলিশ।

আরও পড়ুন : জেএনইউ কাণ্ড- হামলা চালিয়েছে ঐশী ঘোষ, দাবি দিল্লি পুলিশের

৫ জানুয়ারি জেএনইউ কাণ্ডের জন্য মূলত বামপন্থী সংগঠনগুলিকেই দায়ি করে পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠকে নয় সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। পুলিশে দাবি করে, সন্দেহভাজনদের মধ্যে সাতজন বাম সংগঠনের ও দুজন এবিভিপি সদস্য। পেরিয়ার হস্টেলে ভাঙচুরের সময় মুখোশধারীদের সঙ্গে একটি মেয়েও ছিলেন। সেই মেয়েটি ঐশী বলে দাবি করে পুলিশ।

আরও পড়ুন : JNU হামলা- আইনে আস্থা আছে, কিন্তু দিল্লি পুলিশ পক্ষপাতদুষ্ট: ঐশী ঘোষ

যদিও সেই দাবি উড়িয়ে দেন ঐশী। তিনি দাবি করেন, তাঁরা কোনও অন্যায় করেননি। পুলিশও কোনও প্রমাণ দেখাতে পারেনি। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন : ক্যাম্পাসে তাঁর উপর হামলার সময় ঐশীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের

এরপর আজ ঐশীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।




বন্ধ করুন