বাংলা নিউজ > হাতে গরম > সংখ্যাগুরুরা ধৈর্য হারালে গোধরার মতো পরিস্থিতি হবে, মন্তব্য বিজেপি মন্ত্রীর

সংখ্যাগুরুরা ধৈর্য হারালে গোধরার মতো পরিস্থিতি হবে, মন্তব্য বিজেপি মন্ত্রীর

ডানদিকে কর্নাটকের পর্যটন মন্ত্রী সিটি রবি (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সংখ্যাগুরুরা ধৈর্য হারালে গোধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। একটি ভিডিয়োতে এমনই বলতে শোনা গেল কর্নাটকের পর্যটন মন্ত্রী সিটি রবিকে।

রবির বক্তব্যের ভিডিয়ো টুইট করে কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও লেখেন, 'সবথেকে ভয়ার্ত প্ররোচনামূলক হুমকি দিয়েছেন সিটি রবি। পুলিশ এখনই মামলা দায়ের করে রবিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের হেফাজতে নিক।'

সম্প্রতি কংগ্রেস বিধায়ক ইউ টি খাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বি এস ইয়েদুরাপ্পা সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের চেষ্টা করলে কর্নাটক উত্তপ্ত হয়ে উঠবে। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের পর্যটন মন্ত্রী বলেন, 'এই ধরনের মানসিকতাই গোধরায় ট্রেনে আগুন জ্বালিয়েছিল। এই ধরনের মানসিকতা লোকই করসেবকদের জীবন্ত পুড়িয়েছিল। আমরা তা জানি।'

ভিডিয়োয় রবিকে বলতে শোনা যায়, 'এখানে সংখ্যাগুরুরা ধৈর্যশীল বলে আপনি (খেদার) চারিদিকে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। তাঁরা যদি ক্ষেপে যান ও ধৈর্যের সব সীমা ছাড়িয়ে যায়, তাহলে কী হবে তা দেখার জন্য আপনাকে একবার পিছনে ঘুরে তাকাতে হবে।'

বন্ধ করুন