
Instagram-এর নতুন আপডেটে আসছে এই দুর্ধষ ফিচার...
১ মিনিটে পড়ুন . Updated: 02 Mar 2021, 05:36 PM IST- ইনস্টাগ্রামে যাঁরা ফলোয়ার বাড়াতে চান তাঁদের জন্য একটি টিপও দিয়েছে সংস্থা।
সোমবার এক নয়া আপডেট লঞ্চ করল Instagram । নতুন আপডেটে থাকছে লাইভ রুমের ফিচার।
লাইভ রুমের ফিচারে আপনি একসঙ্গে আরও ৩ জন বন্ধুর সঙ্গে লাইভ ভিডিয়ো করতে পারবেন। অর্থাত্ ৪ জন লাইভ ভিডিয়ো স্ট্রিমিং করতে পারবেন।
লাইভ রুমের সুবিধা পেতে হোম স্ক্রিন থেকে বাঁ দিকে সোয়াইপ করুন। এরপর লাইভ ক্যামেরা অপশনে টাচ করুন। এবার রুমস আইকনে গিয়ে সেখানে আপনার ইচ্ছামতো আরও ৩ জন বন্ধুকে অ্যাড করুন। ব্যাস। লাইভ চলাকালীনও এটা করা যাবে।
করোনা পরিস্থিতির পর প্রায় কমবেশি সব অ্যাপ লাইভ রুম যুক্ত করার দিকে ঝুঁকেছে। এবার সেই স্রোতেই সামিল হল ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া সংস্থার কর্তা অ্যাডাম মোস্সেরির মতে, "বহুদিন ধরেই ব্যবহারকারীদের মধ্যে এর চাহিদা ছিল।"