আজ শ্রমজীবী মেহনতি মানুষদের দিন। কিন্তু লকডাউন পরিস্থিতিতে তাঁদের আর্থিক অবস্থা শোচনীয়। লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও অনেকেই কাজ হারিয়েছেন। তারইমধ্যে আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : Lockdown 2.0: সোমবার থেকে রাজ্যের এই জেলাগুলিতে শর্তসাপেক্ষে খুলবে দোকান, চলবে বাস
শুক্রবার সকালে টুইটবার্তায় মমতা বলেন, 'আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের সব শ্রমিক ও তাঁদের পরিবারকে আমার শুভেচ্ছা। করোনাভাইরাস মহামারী ও লকডাউন ধাক্কা দিয়েছে শ্রমজীবী মানুষদের। ভাইবোনেদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের পাশে থাকতে হবে।
'মমতা জানান, লকডাউনের মধ্যে শ্রমিকদের জন্য দুটি প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। তাঁর কথায়, 'লকডাউনে শ্রমিক শ্রেণীর পাশে দাঁড়াতে আমাদের বাংলা সরকার দুটি নতুন প্রকল্প শুরু করেছে - পরিযায়ী শ্রমিকদের জন্য স্নেহের পরশ ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য প্রচেষ্টা প্রকল্প।'