বাংলা নিউজ > হাতে গরম > লক্ষ্য যানজট কমানো, এই দেশে চালু বিশ্বের প্রথম নিখরচায় গণ-পরিবহন ব্যবস্থা

লক্ষ্য যানজট কমানো, এই দেশে চালু বিশ্বের প্রথম নিখরচায় গণ-পরিবহন ব্যবস্থা

লুক্সেমবুর্গের রাস্তায় বাস (ছবি সৌজন্য এএফপি)

সরকারের দাবি, আংশিকভাবে বিভিন্ন শহরে বিনামূল্যে গণ-পরিবহনের সুযোগ থাকলেও দেশজুড়ে নিখরচায় গণ-পরিবহন পরিষেবার নজির তৈরি করল তাদের দেশ।

রাস্তায় বাড়ছিল ব্যক্তিগত গাড়ির সংখ্যা। তার জেরে ব্যাপক যানজট হত। অথচ গণ-পরিবহনে সেভাবে আগ্রহ ছিল না। সে কথা মাথায় রেখে লুক্সেমবুর্গে শনিবার থেকে বিনামূল্যে গণ-পরিবহন ব্যবস্থা চালু হল।

লুক্সেমবুর্গ সরকারের দাবি, আংশিকভাবে বিভিন্ন শহরে বিনামূল্যে গণ-পরিবহনের সুযোগ থাকলেও দেশজুড়ে নিখরচায় গণ-পরিবহন পরিষেবার নজির তৈরি করল লুক্সেমবুর্গ।

লুক্সেমবুর্গের রাস্তায় ট্রাম (ছবি সৌজন্য এএফপি)
লুক্সেমবুর্গের রাস্তায় ট্রাম (ছবি সৌজন্য এএফপি)

প্রশাসনের ধারণা, নয়া পরিষেবার প্রভাব পড়বে দেশের কমপক্ষে ৪০শতাংশ গৃহস্থের উপর। বছরে বাঁচবে ১০০ ইউরো।

২০১৮ সালের একটি সমীক্ষা অনুযায়ী, বাণিজ্যিক যাতায়াতে ৪৭ শতাংশ ক্ষেত্রেই গাড়ি ব্যবহার করা হয়। ঘোরার জন্য তা ৭১ শতাংশ। অন্যদিকে, কর্মস্থলে যাওয়ার জন্য ৩২ শতাংশ ক্ষেত্রে বাস ব্যবহার করা হয়। ট্রেনের ক্ষেত্রে তা আরও কম। মাত্র ১৯ শতাংশ।

পরিবেশবিদদের মতে, এই পরিষেবা চালু হওয়ায় যানজট তো কমবেই। সঙ্গে দূষণের মাত্রও অনেকটা কমবে।

বন্ধ করুন