শনিবার ভোরে দাউ দাউ করে জ্বলে উঠল নভি মুম্বইয়ের বহুতল আবাসন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ ফোনে খবর পেয়ে নভি মুম্বইয়ের সি উডস-দারাভে অঞ্চলে ৩৬ নম্বর পাম বিচ রোডের সি হোম অ্যাপার্টমেন্টস-এর ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টায় নেমেছে দমকলের সাতটি ইঞ্জিন।
দমকল সূত্রে জানা গিয়েছে, ২১ তলা বাড়িটির শেষ দুই তলা আগুনের গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকলের নেরুল শাখার এক আধিকারিক জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত কোনও হতাহতের সন্ধান মেলেনি, কিন্তু আমরা এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। ভাশি, নেরুল, আইরোলি, সিবিডি বেলাপুর ও কোপারখইরানে শাখা থেকে দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন কর্মীরা।’
উল্লেখ্য, গত বুধবার শহরের দক্ষিণাঞ্চলে মালাবার হিলস অঞ্চলে ১৫ তলা ভবনে আগুন লাগে। ঘটনাস্থল থেকে ১৮ জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা।