মহারাষ্ট্র পুলিশে করোনা আক্রান্তের মোট সংক্যা ১,০০০ পেরিয়ে গেল সোমবার। এ দিন সকালের রিপোর্টে জানা গিয়েছে, রাজ্যে মোট ১,০০৭ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৭ জন।
এই ১,০০৭ জনের মধ্যে ৯০১ জন কনস্টেবল এবং ১০৬ জন আধিকারিক পদে নিযুক্ত রয়েছেন। সব মিলিয়ে ৮৮৭ জন পুলিশকর্মী চিকিৎসাধীন রয়েছেন এবং ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
রবিবার বিকেল পর্যন্ত মুম্বই পুলিশের প্রায় ৩৭৯ জন কর্মী পজিটিভ প্রমাণিত হয়েছেন। বাহিনীতে সংক্রমণে মৃতের সংখ্যা ৪। তাঁরা সকলেই কনস্টেবল। শুধুমাত্র নিজেদের কর্মীদের কথা ভেবেই বিশেষ হেল্পলাইন চালু করেছে মুম্বই পুলিশ। করোনা সংক্রান্ত সমস্ত তথ্যের পাশাপাশি সেখানে কোন হাসপাতালে কতগুলি শূন্য শয্যা রয়েছে, তা-ও জানা যাবে।
এ ছাড়া দুটি কোভিড কেয়ার কেন্দ্রও চালু করেছে মুম্বই পুলিশ। এখানে বিভাগীয় কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
শুধু তাই নয়, শুধুমাত্র পুলিশকর্মীদের জন্য মুম্বই শহরে তিনটি স্ক্রিনিং সেন্টারও চালু করেছে পুলিশ। ৫৪ বছর ও তার বেশি বয়স্ক কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়াও হয়েছে।