বাংলা নিউজ > হাতে গরম > রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক
প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল নির্ভয়াকাণ্ডের অন্যতম দণ্ডিত মুকেশ সিং। আজ একথা জানিয়েছেন মুকেশের আইনজীবী বৃন্দা গ্রোভার। সংবাদসংস্থা এএনআইয়ের খবর।
গত ১৭ জানুয়ারি মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। দ্রুততম হিসেবে সেই আর্জি খারিজ হয়।
যেভাবে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন, তা নিয়েই শীর্ষ আদালতের গিয়েছে মুকেশ। এক্ষেত্রে ২০১৪ সালে শত্রুঘ্ন চৌহান বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইনের উপর নির্ভর করছে সে।