বাংলা নিউজ > হাতে গরম > পুনেতে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত বেড়ে ২৬, বন্ধ হল উদ্ধারকাজ
পুনেতে অটো-বাস সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। মৃতদের মধ্যে ১৩ জন মহিলা। বুধবার সকালে বছর দুয়েকের দুটি শিশুর দেহ উদ্ধারের পর বন্ধ করে দেওয়া হয় উদ্ধারকাজ।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পুনের উরারানে গ্রামের কাছে মাঁলেগাও থেকে দেওলাগামী রাজ্য পরিবহন নিগমের একটি বাসের সঙ্গে একটি ছ'আসনের অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ি ৬০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায়। বাসে ৪২ জন যাত্রী ছিলেন। অটোয় ছিলেন ১০ জন।
দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। দেওলা পুলিশ, আঞ্চলিক পরিবহন দফতর ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। বুধবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ উদ্ধারকাজ বন্ধের সিদ্ধান্ত নেয় পুনের জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যে মৃতদের পরিবারকে পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে।
হাতে গরম খবর