শুক্রবার নির্ভয়াকাণ্ডে দণ্ডিতদের ফাঁসির পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'ন্যায়বিচার হয়েছে।'
আরও পড়ুন : Nirbhaya Hanging: 'অবশেষে মেয়ে বিচার পেল,অন্য মেয়েদের জন্য লড়াই জারি থাকবে', বললেন নির্ভয়ার মা
দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর শুক্রবার ভোরে চার দণ্ডিতের ফাঁসি হয়। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ একটি টুইটবার্তায় বলেন, 'ন্যায়বিচার হয়েছে। নারীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষেত্রে আমাদের নারী শক্তি ক্ষমতাশালী হয়েছে। একসঙ্গে আমাদের এমন একটি দেশ তৈরি করতে হবে, যেখানে নারীর ক্ষমতায়ন, সাম্য ও সুযোগের উপর আমাদের ফোকাস থাকবে।'
উল্লেখ্য, আজ ফাঁসির পর নির্ভয়ার মা আশাদেবী বলেন, 'দীর্ঘ লড়াইয়ের পর আমরা বিচার পেয়েছি।' তবে বিচারব্যবস্থার ফাঁকফোকর নিয়েও তিনি মন্তব্য করেন। আর সেই আইনের ফাঁক গলে যাতে ভবিষ্যতে কোনও অপরাধী বেরোতে না পারে সেজন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।