বাংলা নিউজ > হাতে গরম > JEE মেনস ২০২০ পরীক্ষার দিন পিছানো নিয়ে ভুয়ো নোটিশ, সতর্ক করল NTA

JEE মেনস ২০২০ পরীক্ষার দিন পিছানো নিয়ে ভুয়ো নোটিশ, সতর্ক করল NTA

পরীক্ষার দিন পিছানো সংক্রান্ত ভুয়ো নোটিশ সম্পর্কে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

JEE mains ২০২০ পরীক্ষার দিন পিছানো নিয়ে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে চলেছে।

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা (JEE mains exams) সংক্রান্ত ভুয়ো নোটিশ সম্পর্কে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।

মঙ্গলবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে NTA-এর ডিরেক্টর জেনারেল বিনীত জোশি জানিয়েছেন, ‘সম্প্রতি এনটিএ-এর নজরে এসেছে যে, ১৪ এপ্রিল ২০২০ তারিখের একটি ভুয়ো সরকারি নোটিশে JEE mains পরীক্ষার দিন জুলাই মাসের প্রথম সপ্তাহে পিছানো নিয়ে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে চলেছে।’

পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, একমাত্র NTA-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়া আর কোনও বিবৃতি বিশ্বাস না করতে।

এই ধরনের ভুয়ো প্রচারে আমল না দেওয়ার জন্যও পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে NTA।পাশাপাশি, ভুয়ো তথ্য প্রচার করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইনের যথোপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছে NTA।

বন্ধ করুন