করোনাভাইরাস সংক্রমণ কেন্দ্র করে বচসার জেরে বাংলাদেশের রাজবাড়ীতে সংঘর্ষে মারা গেলেন এক ব্যক্তি। ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইও।
Covid-19 নিয়ে বচসার জেরে শনিবার রাজবাড়ীতে দুই দলের মধ্যে সংঘর্ষে লাভলু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাই বাবলু মোল্লা এবং খালেক আলি। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভরতি করা হয়েছে।
জানা গিয়েছে, করোনাভাইরাস প্রসঙ্গে তিন দিন আগে স্থানীয় চিকিৎসক খালেক আলির সঙ্গে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরেই এ দিন দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, ঘটনায় খালেকের পাঁচ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহম্মদ ফজলুল করিম বলেন, করোনাভাইরাস নিয়ে তিন দিন আগে স্থানীয় খালেক ডাক্তারের সঙ্গে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরে এ দিন হিংসা ছড়ায়।