ভারত আক্রমণ করলে সমুচিত শিক্ষা দেব, এভাবেই বুধবার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। ভারত আক্রমণ শানাচ্ছে, কোনও প্রমাণ ছাড়াই আজগুবি দাবি করে দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
কুরেশি বলেন যে লাদাখে ভারত-চিন সংঘর্ষ থেকে নজর সরানোর জন্যেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। তবে এই বড় দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।
কুরেশি দাবি করেন চিনের কাছে হেরে গিয়ে মুখ পুড়েছে ভারত । তাই পাকিস্তানের ওপর আক্রমণ করার ছুতো খুঁজছে ভারত। গতকালই ভারত বলেছে পাকিস্তানের হাই কমিশনের অনেক অফিসার সন্ত্রাসবাদে মদত দেন পরোক্ষ ভাবে। এই কারণে পাকিস্তানকে কর্মীর সংখ্যা অর্ধেক করতে নির্দেশ দেয় ভারত।
এই সিদ্ধান্তের নিন্দা করেন কুরেশি। তিনি বলেন ভারতেরও তাহলে অর্ধেক লোক ফেরত যাবে। বিগত কিছুদিন ধরে ইমরান খান বলে আসছেন যে কাশ্মীরে নিজেদের ওপর হানা দিয়ে পাকিস্তানকে দোষ দেবে ভারত। সেই একই পথে প্রলাপ বকলেন পাক বিদেশমন্ত্রী।