বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে বন্দুকবাজের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। ঘটনার সময় কাছাকাছি উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদাউরিয়া।
বায়ুসেনার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আমেরিকার এক নৌসেনা জয়েন্ট বেস পার্ল হারবার-হিকহ্যাম এলাকায় গুলিবৃষ্টি করার সময় সেখানে সদলে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল ভাদাউরিয়া। তবে তিনি ও তাঁর সঙ্গীরা সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বায়ুসেনা।
বুধবার মার্কিন নৌসেনার ওই ক্যাডেট গুলি করে গুরুতর জখম করে প্রতিরক্ষা দফতরের তিন অসামরিক আধিকারিককে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কম্পিউটারে কাজ করার সময় আচমকা গুলির শব্দ শুনে তিনি জানলার কাছে গিয়ে দেখতে পান, নৌসেনার উর্দি পরা এক ব্যক্তি গুলি করে তিন জনকে ধরাশায়ী করেছে। পরে সে নিজের মাথায় বন্দুক তাক করে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
সূত্রে খবর, কী কারণে ওই নৌসেনা ক্যাডেট এমন আচরণ করল, তা খতিয়ে দেখতে অন্তর্তদন্ত শুরু হয়েছে।