ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে পানীয় জলের ফিল্টার বসানোর ঘোষণা করল আন্তর্জাতিক খাদ্য ও পানীয় সংস্থা পেপসিকো।
পেপসিকো-র এই উদ্যোগে ৮০টি কমিউনিটি ওয়াটার ফিল্টার আগামী একবছর পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় ৮ হাজার বাসিন্দার জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহ করবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ঘূর্ণিজড়ে ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়িত করতে ইতিমধ্যে সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিকাল ডেভেলপমেন্ট সোসাইটির (SEEDS) সঙ্গে যৌথ ত্রাণ প্রকল্প চালু করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে ৩,৭৫,০০০ ভোজন এবং ১,০০০ স্বাস্থ্য কিট সরবরাহ করবে SEEDS, জানিয়েছে পেপসিকো। এ ছাড়, বাংলা-সহ দেশের গ্রামীণ অঞ্চলে পানীয় জলের অভাব দূর করতে সম্প্রতি ৩ লাখ ডলার মূল্যের এক প্রকল্পে বিনিয়োগ করার কথা জানিয়েছে পেপসিকো।
এই প্রকল্প বাস্তবায়িত হলে উপকৃত হবেন বাঁকুড়া ও হুগলি জেলার ২,০০,০০০ কৃষিজীবী ও তাঁদের পরিবার, দাবি সংস্থার।