একদিকে করোনাভাইরাসের থাবা, অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার রেষারেষি। দুইয়ের ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ছিল পেট্রল ও ডিজেলের দাম। এদিন অবশ্য অপরিবর্তিত থাকল দর।
বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রল বিকোচ্ছে ৭২.৯৮ টাকায়। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম যাচ্ছে ৬৫.৩৪ টাকা।
এদিন দিল্লিতে লিটারপিছু পেট্রলের দাম পড়ছে ৭০.২৯ টাকা। লিটারপিছু ডিজেলের দাম থাকবে ৬৩.০১ টাকা। মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম যাচ্ছে ৭৫.৯৯ টাকা। বাণিজ্য নগরীতে এক লিটার ডিজেলের দাম পড়ছে ৬৫.৯৭ টাকা। অন্যদিকে, বুধবার চেন্নাইয়ে এক লিটার পেট্রল বিকোচ্ছে ৭৩.০২ টাকায়। সেখানে লিটারপিছু ডিজেলের দর ৬৬.৪৮ টাকা।
গত সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২৫ শতাংশ নেমেছিল। তার আগে থেকেই অবশ্য তেলের দাম নিম্নমুখী ছিল। মঙ্গলবার পর্যন্ত টানা ছ'দিন দাম পড়েছিল। তার জেরে মঙ্গলবার ন'মাসে সর্বনিম্ন ছিল পেট্রলের দাম। আর ১৩ মাসে সবথেকে কম ছিল ডিজেলের দর। এদিন অবশ্য দাম অপরিবর্তিত রয়েছে। তবে মঙ্গলবার থেকে আন্তর্জাতিক বাজারে কিছুটা চাঙ্গা হয়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ৮.৩ শতাংশ বেড়েছিল দাম। এদিন আরও চার শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের।