বাংলা নিউজ > হাতে গরম > জনগণের প্রতি অঙ্গীকারের নির্দশন তুলে ধরেন সুষমাজি, জন্মবার্ষিকীতে টুইট মোদীর
প্রাক্তন বিদেশমন্ত্রীর সুষমা স্বরাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে মোদী টুইট করেন, 'সুষমাজিকে স্মরণ করছি।মর্যাদা, শালীনতা ও জনগণের সেবার প্রতি অসামান্য অঙ্গীকারের সঠিক নির্দশন তুলে ধরেছিলেন তিনি। তাঁর মনে ভারতীয় মূল্যবোধ ও নীতি গাঁথা ছিল। আমাদের দেশের জন্য তাঁর অসাধারণ স্বপ্ন ছিল। তিনি অতুলনীয় সহকর্মী ও অসাধারণ মন্ত্রী ছিলেন।'
'
৬৮ তম জন্মবার্ষিকীতে সুষমা স্বরাজকে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রীও। তিনি টুইটারে লেখেন, 'প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজজির জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য। সংসদীয় রাজনীতিতে তাঁর অভাব অনস্বীকার্য।'