বাংলা নিউজ > হাতে গরম > তামিল নাডুর বাজি কারখানায় তীব্র বিস্ফোরণে নিহত ৭, গুরুতর জখম আরও চার জন
শুক্রবার তামিল নাডুর কাড্ডালোরে বাজি কারখানায় বিস্ফোরণে সাত জন নিহত হলেন। ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে কাট্টুমান্নারকয়েল শহরের কাছে একটি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটলে আগুন লেগে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুল্যান্স।
প্রাথমিক ভাবে দুর্ঘটনার পরে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী।
প্রথমে দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি মারা গিয়েছেন বলে জানিয়েছিলেন কাড্ডালোরের এসপি এম শ্রী অভিনব। পরে মৃতের সংখ্যা বেড়েছে বলে তিনি জানিয়েছেন।
বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে নেমেছে পুলিশ ও ফরেন্সিক বিভাগ। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।