বাংলা নিউজ > হাতে গরম > কেন্দ্রের নোটিশের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি বাংলোর বকেয়া মেটালেন প্রিয়াঙ্কা

কেন্দ্রের নোটিশের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি বাংলোর বকেয়া মেটালেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এক মাসের মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই লোধি এস্টেটের বাংলোর যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। একথা জানালেন কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের এক মুখপাত্র।

তিনি বলেন, 'বকেয়া অর্থ অনলাইনে মিটিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাই গত ৩০ জুন পর্যন্ত তাঁর বকেয়ার পরিমাণ এখন শূন্য।'

সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, এখন আর এসপিজি নিরাপত্তা পান না প্রিয়াঙ্কা। ফলে এসপিজি নিরাপত্তা সুরক্ষা বলয়ের অন্তর্গত বাংলোয় থাকার অধিকারও হারিয়েছেন তিনি। সেই বাংলোটি ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কাকে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। সেইমতো প্রিয়াঙ্কা সরকারি বাংলো পাবেন না।

আবাসন মন্ত্রকের তরফে সাফ জানানো হয়, এক মাসের মধ্যে প্রিয়াঙ্কাকে সরকারি বাংলো খালি করতে হবে। সেইমতো আগামী ১ অগস্টের পরও বাড়ি খালি না করলে তাঁকে জরিমানার মুখেও পড়তে হবে বলে জানানো হয়। একইসঙ্গে বাংলো বাবদ বকেয়া ৩৪৬,৬৭৭ টাকাও দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো বকেয়া মিটিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

বন্ধ করুন