হলদওয়ানির মুসলিম অধ্যুষিত ভানবলপুরায় মসজিদের এক মৌলবির সোয়্যাব সংগ্রহ ঘিরে অধিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে সোমবার ওই এলাকায় কারফিউ ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
ঘটনাটি প্রশাসন কড়া নজরে দেখছে জানিয়ে রাওয়াত বলেন, ‘সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সরকার বার বার নিষেধাজ্ঞা পালনে জনসাধারণের সহায়তা চাইছে। যদিও রবিবার যখন হাজার হাজার নাগরিক সেই আবেদনের বিরোধিতায় সংঘবদ্ধ হলেন, তখন আমাদের এই সিদ্ধান্ত নিতেই হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের কড়া পদক্ষেপ করতেই হবে।’
এর আগেও ৫ জন জামাত সদস্যের নমুনা Covid-19 পজিটিভ ধরা পড়ায় ভানবলপুরায় বাসিন্দাদের চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডে এই মুহূর্তে ৩৫ জন করোনা সংক্রামিত রোগী রয়েছেন, যাঁদের মধ্যে ২৬ জনই জানাত সদস্য এবং দিল্লির নিজামুদ্দিনে গত মার্চ মাসে জামাত আয়োজিত ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করেছিলেন।