রাজ্যে এটিএম জালিয়াতির সংখ্যা লাফিয়ে বাড়ছে। পিছিয়ে নেই অনলাইন কেনাবেচায় প্রদতারণার হারও। পুরনো ডেবিট কার্ড বাতিল করে এই ধরনের অপরাধ রোখার সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এসবিআই নির্দেশিকা অবুসারে, ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে পুরনো ডেবিট কার্ডের মেয়াদ। জানুয়ারির প্রথম দিন থেকেই সেই কার্ডের বদলে ব্যবহার করতে হবে পিন বা চিপ ভিত্তিক নতুন কার্ড, যা গ্রাহকদের দিতে শুরু করেছে এসবিআই কর্তৃপক্ষ। মূলত ভিসা, মাস্টারকার্ড এবং ইউরোপে কার্ডে এই সুবিধা পাবেন গ্রাহকরা।
আরও পড়ুন-এনআরসি হলে কী কী নথি লাগবে
জানা গিয়েছে, ২০১৭ সালের পর থেকে গ্রাহকদের পুরনো ম্যাগনেস্ট্রিপ কার্ড ইস্যু করেনি এসবিআই। সেই সঙ্গে পুরনো কার্ডের বদলে তাঁদের চিপ ভিত্তিক কার্ড দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। তবে এখনও কিছু পুরনো কার্ড বাজারে রয়েছে বলে সন্দেহ ব্যাঙ্ক কর্তৃপক্ষের। সেগুলিও পরিবর্তন করার চেষ্টায় ৩১ ডিসেম্বরের লক্ষ্ণণরেখা টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসবিআই-এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকের কাছে এখনও পুরনো ম্যাগনেস্ট্রিপ কার্ড রয়েছে, তাঁদের অবিলম্বে নিজের স্টেট ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করে নতুন কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আবেদন জমা পড়ার পরে ব্যাঙ্কের তরফে গ্রাহকের ঠিকানায় নতুন কার্ড পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এসবিআই-এর তরফে এই মর্মে এর মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও গ্রাহকদের কার্ড পালটানোর বিষয়ে সতর্ক করা হচ্ছে। সেই সঙ্গে, কার্ড পরিবর্তনের প্রক্রিয়াও গ্রাহকদের কাছে বিশদে ব্যাখ্যা করছে স্টেট ব্যাঙ্ক।