বাংলা নিউজ > হাতে গরম > ফের আতঙ্ক মেট্রোয়, এসি রেক থেকে ছড়াল ধোঁয়া
ফের মেট্রোরেলে আতঙ্কের শিকার হলেন নিত্যযাত্রীরা। শুক্রবার এসি রেক থেকে আচমকা ধোঁয়া বেরোতে শুরু করলে যাত্রীদের মধ্যে ভীতি ছড়ায়।
এ দিন দুপুরে দমদমগামী মেট্রো নেতাজি ভবন স্টেশন ছাড়াতেই এ সি রেকের নীচে থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভয় পেয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
বিষয়টি নজরে পড়ায় সঙ্গে সঙ্গেই অবশ্য ট্রেন থামিয়ে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছলে ট্রেন থামানো হয়। যাত্রীদের রেক থেকে নামানো হয়। গটনার পরে সকলে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ দিন ইলেকট্রিকাল প্যানেল থেকে আগুন ছড়িয়েছে। তবে মেট্রো কর্মীদের তত্পরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
হাতে গরম খবর