
আবার বাড়ল সোনার দাম, খুশি লগ্নিকারীরা
১ মিনিটে পড়ুন . Updated: 07 Mar 2020, 08:44 AM IST- কয়েক দিন সোনা কিছুটা সস্তা হলেও শনিবার আবার বাড়ল তার দাম। ফলে সোনায় বিনিয়োগকারীদের মুখে দেখা দিয়েছে চওড়া হাসি।
নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে কয়েক দিন সোনা কিছুটা সস্তা হলেও শনিবার আবার বাড়ল তার দাম। ফলে সোনায় বিনিয়োগকারীদের মুখে দেখা দিয়েছে চওড়া হাসি।
শনিবার কলকাতার বাজারে পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রাম যাচ্ছে ৪৫,০৮০ টাকা। গয়নার সোনা (২২ ক্যরাট) প্রতি ১০ গ্রাম যাচ্ছে ৪২,৭৭০ টাকা। আর হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রাম এ দিন যাচ্ছে ৪৩,৪১০ টাকা।
আরও পড়ুন: Yes Bank সংকট- ২৪ ঘণ্টা বাদে ফের চালু হল ATM পরিষেবা
এর পাশাপাশি, এ দিন কলকাতার বাজারে রুপোর বাট প্রতি এক কেজির দাম যাচ্ছে ৪৭,২৫০ টাকা। খুচরো রুপোর দাম এ দিন যাচ্ছে কেজিপ্রতি ৪৭,৩৫০ টাকা।
আরও পড়ুন: এপ্রিলেই আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন, জানাল চিনের স্বাস্থ্য বিভাগ
এক নজরে শনিবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• পাকা সোনা (২৪ ক্যারাট) প্রতি ১০ গ্রাম ৪৫,০৮০ টাকা
• গয়নার সোনা (২২ ক্যরাট) প্রতি ১০ গ্রাম ৪২,৭৭০ টাকা
• হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রাম ৪৩,৪১০ টাকা
• রুপোর বাট প্রতি ১ কেজি ৪৭,২৫০ টাকা
• খুচরো রুপো প্রতি ১ কেজি ৪৭,৩৫০ টাকা