সংশোধিত ওয়াকফ আইন (২০২৫)-এর বিরোধিতায় যতগুলি মামলা সুপ্রিম কোর্টে রুজু করা হয়েছে, সেগুলি নিয়ে একত্রে চলা শুনানির প্রথম দিনের পর্ব ইতিমধ্য়েই শেষ হয়েছে। আজ (বুধবার - ১৬ এপ্রিল, ২০২৫) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। পরবর্তী শুনানি হবে আগামিকাল (বৃহস্পতিবার - ১৭ এপ্রিল, ২০২৫)।
এই বিষয়ে শীর্ষ আদালত সরাসরি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছে, হিন্দুদের কোনও ধর্মীয় অছি পরিষদ বা ট্রাস্টে কেন্দ্রীয় সরকার কি কোনও মুসলমানকে সদস্য হওয়ার অনুমতি দেবে?
প্রথম দিনের শুনানিতেই সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান (প্রভিশন) বিশেষভাবে উল্লেখ করেছে শীর্ষ আদালত। যার মধ্যে অন্যতম হল - কেন্দ্রীয় ওয়াকফ সংসদ (সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল) এবং ওয়াকফ পর্ষদগুলিতে (ওয়াকফ বোর্ড) অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি।
এছাড়াও, ওয়াকফ সম্পত্তিতে কোনও গলদ রয়েছে কিনা, সংশোধিত আইনে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যে অধিকার জেলাশাসকদের দেওয়া হয়েছে, এবং আদালত দ্বারা ওয়াকফ সম্পত্তিকে বাতিল ঘোষণা করার বিধান দু'টিও বিশেষ উল্লেখ করেছে শীর্ষ আদালত।
এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কোনও নির্দেশ বা অর্ডার পাস করেনি। তবে, এই সমস্ত ইস্যুগুলি নিয়ে আগামিকাল (বৃহস্পতিবার - ১৭ এপ্রিল, ২০২৫) পুনরায় আদালতে শুনানি হবে।