সরকারি চাকরি পেলেন গালওয়ান সংঘর্ষে মৃত কর্নেল বি সন্তোষ বাবুর স্ত্রী সন্তোষী। সোমবার তাঁর হাতে রাজ্য সরকারের গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তুলে দেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
গত ১৫ জুন গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ১৬ বিহার রেজিমেন্টের কম্য়ান্ডিং অফিসার কর্নেল বাবুর। নিহত হন আরও ১৯ জন জওয়ান। সেই ঘটনার পর তেলাঙ্গানার সরকারের তরফে কর্নেল বাবুর স্ত্রী'কে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। পাশাপাশি আর্থিক সাহায্য এবং একটি রেসিডেন্সিয়াল প্লট তুলে দেওয়ারও ঘোষণা করা হয়েছিল।
সেই প্রতিশ্রুতি মতো সোমবার দুপুর নাগাদ মৃত কর্নেলের সুরিয়াপেটের বাড়িতে যান তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখানে কর্নেলের ছবির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তারপর কর্নেল বাবুর পরিারের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে আলাপচারিতা সারেন। পরে পাঁচ কোটি টাকা চেকের পাশাপাশি কর্নেল বাবুর স্ত্রী'র হাতে রেসিডেন্সিয়াল প্লটের নথি এবং গ্রুপ-১ অফিসারের পদের নিয়োগপত্র তুলে দেন তিনি।