বারামুলায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ ৩ সিআরপিএফ জওয়ান
1 মিনিটে পড়ুন . Updated: 18 Apr 2020, 07:39 PM IST- টহলদারি বাহিনীর গাড়িতে বিস্ফোরণ ঘটালে মারা যান তিন সিআরপিএফ জওয়ান।
শনিবার দুপুরে টহলরত সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনীর উপর আচমকা আঘাত হানে সন্ত্রাসবাদীরা। টহলদারি বাহিনীর গাড়িতে বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই মারা যান দুই সিআরপিএফ জওয়ান।
আরও পড়ুন: শোপিয়ানের সংঘর্ষে খতম কিশ্তওয়ারে এসপিও-র ২ খুনি-সহ ৪ হিজবুল সন্ত্রাসবাদী
গুরুতর জখম অবস্থায় আরও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে এলাকায় পৌঁছয় নিরাপত্তাবাহিনীর বিশাল ব্যাটালিয়ন। গোটা এলাকা ঘিরে ফেলে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত এসপিও, জখম আর এক পুলিশকর্মী
গত রাত থেকে এই নিয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে পর পর দুই বার সংঘর্ষ ঘটল কাশ্মীরের সন্ত্রাসবাদীদের।