বাংলা নিউজ > হাতে গরম > সেনা ক্যাম্পের ৪০০-৫০০ মিটার দূরে গুলির লড়াই, শোপিয়ানে খতম ৩ জঙ্গি

সেনা ক্যাম্পের ৪০০-৫০০ মিটার দূরে গুলির লড়াই, শোপিয়ানে খতম ৩ জঙ্গি

শোপিয়ানে খতম আরও তিন জঙ্গি (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

১০ দিনে শোপিয়ানে কমপক্ষে ১৯ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

দশ দিনেরও কম সময়ে চতুর্থবার। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে আবারও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হল নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তুরকাওয়াঙ্গম এলাকায় জঙ্গিদের গতিবিধির নির্দিষ্ট খবর পেয়ে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর যৌথ দল। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

সেনার মুখপাত্র জানিয়েছেন, সেনার রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্প থেকে মেরেকেটে ৪০০-৫০০ মিটার দূরে গুলির লড়াই হয়। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিয়ান চলছে।

উল্লেখ্য, গত ১০ দিনে শোপিয়ান জেলায় বিভিন্ন এনকাউন্টারে কমপক্ষে ১৯ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

বন্ধ করুন