বাংলা নিউজ > হাতে গরম > শোপিয়ানে রাতভর অপারেশন, খতম তিন জঙ্গি
জম্মু-কাশ্মীরের শোপিয়ানে রাতভর অপারেশনে মৃত তিন জঙ্গি। বুধবার সকালে দুই জঙ্গির মৃত্যু হয়। অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে প্রথম জঙ্গি প্রাণ হারিয়েছিল। এখনও চলছে অপারেশন।
জেলার জৈনপুরায় মেলহোরা বলে এক স্থানেে জঙ্গি-নিরাপত্তা কর্মীদের মধ্যে এনকাউন্টার হয়। একটি সার্চ পার্টি যখন ওখান দিয়ে যাচ্ছিল, তখনই গুলি চালায় জঙ্গিরা। পালটা আঘাত করে নিরাপত্তারক্ষীরা।
এখনও পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা, সেই খোঁজে। শোপিয়ানে গত কয়েক দিনে দফায় দফায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই হচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর।