টিকটকে প্রবল জনপ্রিয় ছিলেন। পাশাপাশি স্যালোঁ চালাতেন। সেই স্যাঁলোর বক্স খাটের মধ্য থেকে উদ্ধার হল এক টিকটিক স্টারের মৃতদেহ। ঘটনাটি হরিয়ানার সোনিপতের।
খুনের ঘটনায় আরিফ মহম্মদ নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিএসপি বীরেন্দর সিং জানিয়েছেন, আরিফ অপরাধ কবুল করেছে। যে রাতে শিবানীকে খুন করেছিল, সে রাতে টিকটক স্টারের পরিবারের সদস্যদের সঙ্গে রাতভর সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিল আরিফ।
তদন্তকারীরা জানিয়েছেন, দিদি এবং তাঁর এক সহযোগী নীরজের সঙ্গে সোনিপতের কুন্ডলী এলাকায় স্যালোঁ চালাতেন শিবানী। টিকটিকে প্রায় এক লাখ ফলোয়ার ছিল তাঁর। গত শুক্রবার সন্ধ্যা বা রাতের দিকে শিবানীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। সেই ঘটনার কয়েক ঘণ্টা আগেই বাড়ি চলে গিয়েছিলেন তাঁর দিদিন। এমনিতে স্যালোঁতে থাকলেও ঘটনার দিন সোনিপতের বাইরে গিয়েছিলেন নীরজ। রবিবার ফিরে এসে স্যালোঁ খুলতেই দুর্গন্ধ পান তিনি। ভিতরে ঢুকে দেখেন, তাঁর শোওয়ার বক্স খাটে শিবানীর দেহ পড়ে আছে।
পুলিশ জানিয়েছে, শিবানীকে উত্ত্যক্ত করত আরিফ। আপাতত যাবতীয় সুরক্ষাবিধি মেনে করোনাভাইরাস পরীক্ষা হবে ধৃতের। তারপর তাকে আদালতে পেশ করা হবে।