ভারত ও ফ্রান্সের প্রতিযোগীদের হারিয়ে মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন জামাইকার সুন্দরী টোনি-অ্যান সিং। শনিবার তাঁর মাথায় ৬৯তম বিশ্বসুন্দরীর মুকুট ওঠে।
এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার তৃতীয় স্থানে রয়েছেন ভারত সুন্দরী সুমন রাও এবং দ্বিতীয় স্থানে ফ্রান্সের ওফেলি মেজিনো।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে নারীশিক্ষা ও মনবিজ্ঞানের স্নাতক বছর তেইশের টোনি-অ্যান সিং চিকিত্সক হতে চান। অতীতে তিনি ক্যারিবিয়ান ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ এক দশক পরে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করল জামাইকা। শেষ বার ১৯৯৩ সালে এই শিরোপা জয় করেছিলেন জামাইকান সুন্দরী লিজা হানা।
তৃতীয় স্থান দখল করা ভারতীয় সুন্দরী সুমন রাও (২১) আদতে রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। হিসাবশাস্ত্র নিয়ে কেরিয়ার গড়তে আপাতত তিনি মুম্বইবাসী। কত্থক নৃত্যের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। চলতি বছরের শুরুতে তিনি মিস ফেমিনা ইন্ডিয়া শিরোপা জয় করেন।
২০১৭ সালে শেষ বার মিস ওয়ার্ল্ড শিরোপা জয় করেছিলেন ভারতীয় সুন্দরী মানুষী চিল্লার। তার ১৭ বছর আগে ২০০০ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন ভারতের প্রিয়াঙ্কা চোপড়া।
২০১৯ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন ব্রিটিশ সঞ্চালক পিয়ার্স মর্গ্যান। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের তিনিই প্রশ্ন করেন। টুইটারে মিস ওয়ার্ল্ড টোনি-অ্যান সিংকে অভিনন্দন জানিয়ে তিনি মন্তব্য করেছেন, ‘সুন্দরী নারী, যাঁর কণ্ঠস্বরও সুন্দর।’