বাংলা নিউজ > হাতে গরম > COVID-19 Lockdown 2.0 : তাস খেলে, আড্ডা দিয়ে ৪০ জনকে রোগ বিলোলেন ২ ট্রাকচালক

COVID-19 Lockdown 2.0 : তাস খেলে, আড্ডা দিয়ে ৪০ জনকে রোগ বিলোলেন ২ ট্রাকচালক

সামাজিক দূরত্ব বিধি অমান্য় করার ফল ভুগলেন অন্ধ্র প্রদেশের বাসিন্দারা।

দুটি ক্ষেত্রেই তোয়াক্কা করা হয়নি COVID-19 Lockdown 2.0 তে জারি করা সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি।

লকডাউনে সময় কাটছে না বলে বন্ধুদের সঙ্গে তাস খেলে অন্ধ্রপ্রদেশে ২৪ জনকে সংক্রামিত করলেন কৃষ্ণা জেলার এক ট্রাকচালক। অন্য দিকে, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ১৫ জনকে সংক্রামিত করেছেন বিজয়ওয়াড়ার আর এক ট্রাকচালক।

এই দুই ঘটনার জেরে অন্ধ্র প্রদেশের শহরাঞ্চলে গত দুই দিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আরও ৪০টি বেড়ে গিয়েছে।

কৃষ্ণার জেলাশাসক এ মহম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, লকডাউনে ঘরবন্দি থাকার ফলে সময় কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাসের আসর জমিয়েছিলেন কৃষ্ণা লঙ্কা এলাকার বাসিন্দা ওই ট্রাকচালক। সেই সঙ্গে টাম্বোলা খেলতে মেতে ওঠেন এলাকার মহিলারা। এর জেরে ২৪ জন সংক্রামিত হন।

জেলাশাসক জানিয়েছেন, একই ঘটনা ঘটেছে বিজয়ওয়াড়ার কারমিকা নগর এলাকায়। সেখানে বাড়ি বাড়ি ঘুরে আড্ডা দেওয়ার ফলে এলাকার ১৫ জন বাসিন্দার মধ্যে Covid-19 সংক্রমণ ঘটিয়েছেন আর এক ট্রাকচালক।

দুটি ক্ষেত্রেই তোয়াক্কা করা হয়নি লকডাউনে জারি করা সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি।

প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশের গুরুত্বপূর্ণ করোনা হটস্পটগুলির অন্যতম বিজয়ওয়াড়ায় এখনও পর্যন্ত একশোর বেশি অধিবাসী আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। বাসিন্দাদের কাছে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবার আবেদন জানিয়েছেন জেলাশাসক।

বন্ধ করুন