করোনাভাইরাস আক্রান্ত কোয়ারেন্টাইনে থাকা রোগীদের নাম ও ঠিকানা গোপন রাখার নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার।
বুধবার পিটিআই জানিয়েছে, ‘কখনও সোশ্যাল মিডিয়াতে কোয়ারেন্টাইনে থাকা Covid-19 আক্রান্তের নাম ও ঠিকানা প্রকাশ করা যাবে না।’
গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৭৩টি নতুন Covid-19 রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,২৭৪ জন।
গত সপ্তাহে করোনা আক্রান্তের নাম ও ঠিকানা প্রকাশ নিয়ে নিজেরক জারি করা নীতিই ভেঙেছে ওডিশা সরকার। রাজ্যের পঞ্চম আক্রান্তের কথা জানাতে গিয়ে তাঁর নাম-ঠিকানা প্রকাশ করেছে নবীন পট্টনায়েকের সরকার।
জানা গিয়েছে, আক্রান্ত মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণেই তাঁর সূত্রে সামাজিক সংক্রমণের আশঙ্কা থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোগীর পরিচয় প্রকাশ করে প্রশাসন।
কিছু দিন আগেই আক্রান্তদের নাম-ঠিকানা প্রকাশ করার কারণে কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ওডিশা সরকার।