অত্যন্ত অভব্য আচরণের অভিযোগ উঠল দিল্লির নিজামুদ্দিন এলাকায় ধর্মীয় সমাবেশ থেকে উদ্ধার করা করোনা আক্রান্তদের বিরুদ্ধে।
বুধবার উত্তর রেলের যে কোযারেন্টাইন সেন্টারে তাঁদের রাখা হয়েছে, সেখানে যথেচ্ছ নিয়ম ভাঙার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওই আক্রান্তেরা গালিগালাজ করেন বলে অভিযোগ জানিয়েছে রেল। শুধু তাই নয়, সাহায্যকারী স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের লক্ষ্য করে তাঁরা থুতু ছেটান বলেও অভিযোগ।
কোয়ারেন্টাইন সেন্টারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রোগীদের অনেকেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে রেল।
আবার যখন-তখন খাবার দেওয়ার বায়না করেও কর্মীদের যথেষ্ট উত্যক্ত করছেন ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীরা।
অনেক বোঝানোর চেষ্টা করলেও অভিযুক্তরা কোনও কথা শুনছেন না, দাবি উত্তর রেল কর্তৃপক্ষের।
মঙ্গলবার নিজামুদ্দিন থেকে উদ্ধার করার পরে মোট ১৬৭ জন আক্রান্তকে তুঘলকাবাদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৯৭ জনকে স্থানান্তর করা হয়েছে ডিজেল শেড ট্রেনিং স্কুল হস্টেলের কোয়ারেন্টাইন সেন্টারে। বাকি ৭০ জনকে রাখা হয়েছে আরপিএফ ব্যারাকের কোয়ারেন্টাইন সেন্টারে।