বাংলা নিউজ > হাতে গরম > Viral Math Puzzle: ক্লাস ওয়ানের অঙ্ক, তাতেই হিমশিম খাচ্ছে গোটা নেটপাড়া!
Viral Math Puzzle: ক্লাস ওয়ানের অঙ্ক। তাতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা গোটা নেটপাড়ার। কারণ সঠিক উত্তরের খোঁজ পাচ্ছেন না কেউ। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এমনই একটি সহজ যোগবিয়োগের অঙ্ক।
কোন অঙ্কে হিমশিম সকলে?
অঙ্কটিতে লেখা রয়েছে ৪+২ = ৫+১ এটা যে সত্যি, তা সমাধান না করে প্রমাণ করে দেখাতে হবে। অনেকেই অঙ্কটি দেখা মাত্রই ৪ ও ২, ৫ ও ১ যোগ করে ৬ = ৬ করে দিচ্ছেন। কিন্তু সেটা করা যাবে না, এমনটাই বলা হয়েছে অঙ্কে। ভাইরাল অঙ্কটির এই শর্তেই কুপোকাত নেটদুনিয়া।

আরও পড়ুন - Pangolin New Species: নয়া প্রজাতির বনরুই ধরা দিল বিজ্ঞানীদের গবেষণায়! উঠছে সংরক্ষণের দাবি
কী হবে উত্তর?
অনেকেই অনেকরকম উত্তর লিখছেন। যেমন একজনের কথায় ৪+২ কে ৪+১+১ লেখা যায়। এর পরের ধাপে একেই ৫+১ লিখলেই ‘=’ এর দুই পাশে একই সমীকরণ আসছে। তবে এটাই সঠিক কি না এখনও জানা যায়নি।
হাতে গরম খবর