কেন মোদীকে টুইটারে আনফলো করল হোয়াইট হাউজ, মার্কিন রাষ্ট্রপতির অফিশিয়াল হ্যান্ডেল। এই নিয়ে রীতিমত হইচই পড়ে গেছিল। স্বয়ং প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশের মান মযার্দা মাটিতে মিশে গেল, এরকম কার্যত একটা রব উঠেছিলে কিছু মহলে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন, অবশেষে মিলল উত্তর।
হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেই দেশেই যান, সেখানকার কিছু হ্যান্ডেলকে অল্প সময়ের জন্য ফলো করা হয় গুরুত্বপূর্ণ মেসেজ রিটুইট করার জন্য। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সস্ত্রীক ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় @WhiteHouse ফলো করতে শুরু করে রাষ্ট্রপতি কোভিন্ড, নরেন্দ্র মোদী, পিএমও, ইন্ডিয়ান এমব্যাসি ইন ইউএস, ইউএস এমব্যাসি ইন ইন্ডিয়া ও ভারতে আমেরিকার রাষ্ট্রদূত কেন জাস্টারকে। এই সপ্তাহের শুরুতেই সবকটি হ্যান্ডেলকে আনফলো করে দেয় হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের বর্তমানে ২২ মিলিয়ন ফলোয়ার আছে। অন্যদিকে মাত্র ১৩টি অ্যাকাউন্টকে ফলো করে হ্যান্ডেলটি।