Guinness World Record: ডেসিবেলে শব্দ মাপা যায়। কিন্তু শব্দই যদি না হয়? হ্যাঁ, নিঃশব্দকেও মাপা যায় ডেসিবেল দিয়ে। কোলাহলের যুগে বিশ্বের নিঃশব্দ স্থান খুঁজে পাওয়া মুশকিল। তবে এমন স্থান যে নেই, তা নয়। পৃথিবীতেই রয়েছে এমন স্থান। এতটাই নিঃশব্দ সে স্থান যে, নৈঃশব্দ্যের নিরিখে তার নাম উঠল গিনিস বুকে।
গিনিস বুকে নাম!
মিনেসোটার মিনিপোলিসের অরফিল্ড ল্যাবরেটরি বিশ্বের সবচেয়ে নিঃশব্দ স্থানের স্বীকৃতি পেয়েছে। গিনিস বুকে রেকর্ড গড়েছে এই স্থান। স্থানটিতে শব্দের প্রাবল্য –২৪.৯ ডেসিবেল!
আরও পড়ুন — Viral Video: মানুষ ‘বন্ধু’ হাঙরের মুখে! বিপদের আঁচ পেয়েই ছুটে এল দুই তিমি, ভাইরাল ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া
কেন এত নিঃশব্দ?
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এই গবেষণাগারে বিভিন্ন পরীক্ষামূলক বস্তুর শব্দমাত্রা মাপা হয়। এই গবেষণাগারে দুটি স্টিলের চেম্বার একটির ভিতর আরেকটি এই অবস্থায় রয়েছে। স্টিলের চেম্বার দুটির মাঝে রয়েছে ভাইব্রেশন অ্যাবসর্বিং বা কম্পন শোষক স্প্রিং। যা শব্দের প্রাবল্য আরও কমিয়ে দেয়। এতটাই কম যে শব্দ প্রাবল্যের মান আসে ঋণাত্মক সংখ্যায়! যা –২৪.৯ ডেসিবেল!