এবার সিআইএসএফেও নেওয়া হবে প্রাক্তন অগ্নিবীরদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে সিআইএসএফ এবার প্রাক্তন অগ্নিবীরদের ফোর্সে অন্তর্ভুক্ত করবে। সিআইএসএফ কনস্টেবল পদে ১০ শতাংশ সংরক্ষণ করছে অগ্নিবীরদের জন্য। সেই সঙ্গেই বয়সসীমার ক্ষেত্রেও কিছু ছাড় থাকবে। শারীরিক কুশলতার যে পরীক্ষার মুখোমুখি হতে হয় কর্মপ্রার্থীদের সেখানেও কিছুটা ছাড় দেওয়া হবে অগ্নিবীরদের।
সিআইএসএফের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সিআইএসএফ প্রশিক্ষিতদের ফোর্সে পাবে। এতে ফোর্সে শৃঙ্খলা বজায় থাকবে। সেই সঙ্গেই প্রাক্তন অগ্নিবীররাও এই ব্যবস্থার মাধ্য়মে সিআইএসএফে সেবা করার সুযোগ পাবেন। জানিয়েছে সিআইএসএফ কর্তৃপক্ষ।
সেই সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানিয়েছেন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে কনস্টেবল ( জেনারেল ডিউটি), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের রাইফেলম্যান পদে, অসম রাইফেলসে। সেই সঙ্গেই বয়সসীমার ক্ষেত্রে ও ফিজিকাল টেস্টের ক্ষেত্রেও তাঁদের কিছু ছাড় থাকবে। সিএপিএফ ও অসম রাইফেলসের শূন্যপদ প্রসঙ্গে নিত্যানন্দ রাই বলেন, এখন সব মিলিয়ে ৮৪,১০৬টি পদ ফাঁকা রয়েছে। তার মধ্য়ে সব মিলিয়ে অনুমোদিত পদ রয়েছে ১০,৪৫,৭৫১টি।
সেই সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বিএসএফ ও সিআইএসএফে নিয়োগের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে সিআইএসএফে ও বিএসএফে নিয়োগের ক্ষেত্রে। সেই সঙ্গেই এই ফোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা ও শারীরিক পরীক্ষার ক্ষেত্রে কিছু ছাড় থাকবে।
দেশের অত্যন্ত প্রশিক্ষিত ও কুশলী ফোর্স হিসাবে পরিচিত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স( CISF)। দেশের সিংহভাগ বিমানবন্দরে মোতায়েন করা রয়েছে সিআইএসএফ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানে, দেশের বিভিন্ন বন্দরে মোতায়েন করা রয়েছে সিআইএসএফ। দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বাহিনী। নানা ক্ষেত্রে সফল এই বাহিনী। এই বাহিনী অত্যন্ত শৃঙ্খলাপরায়ন। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি থাকে, সুরক্ষার দায়িত্বে থাকে সিআইএসএফ।
সেই বাহিনীতে চাকরির ইচ্ছা থাকে অনেকেরই। তবে এখানে নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপ পেরিয়ে আসতে হয়। পরীক্ষার পাশাপাশি শারীরিক কুশলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার প্রাক্তন অগ্নিবীরদের জন্য এই ফোর্সে নিয়োগে বিশেষ সংরক্ষণ থাকবে। এতে অনেকেরই সুবিধা হবে। বিশেষত অগ্নিবীরদের একাংশ এবার প্রশিক্ষণ শেষ করার পরে কনস্টেবল পদে সিআইএসএফে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে তাঁদের ক্ষেত্রে কিছুটা ছাড়ও দেওয়া থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিআইএসএফের মতো দেশের গুরুত্বপূর্ণ ফোর্সে চাকরিতে যোগ দেওয়ার জন্য কিছুটা হলেও ছাড় পাবেন তাঁরা।