৫ পুলিশ বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন৷ প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের সাব-ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এন্ড সেন্ট্রাল আর্মড ২০২০-নিয়োগ বিধির মাধ্যমে৷ নিয়োগের ক্ষেত্রে ২ বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে৷
১৫৬৪ জন সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে ৫ কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশে৷ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও দিল্লি পুলিশে নিয়োগ করা হবে৷
শূন্যপদ:
সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের মোট শূন্য পদের সংখ্যা ৮২৷ সাব-ইন্সপেক্টর ডিউটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১০৪০, বর্ডার সিকিউরিটি ফোর্সে ২৩২, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৪৩৬, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ১৮, সশস্ত্র সীমা বলে ১৬টি শূন্যপদ রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে ৷ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷
বয়স:
১-১-২০২১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতির প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন৷ প্রাক্তন সেনা কর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করতে চাইলে এবং বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন৷
দৈহিক মাপজোক:
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেন্টিমিটার হতে হবে৷ বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার হতে হবে৷
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে৷ উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে ৷ দৃষ্টিশক্তি প্রখর হওয়া প্রয়োজন৷ রং চেনার ক্ষমতা থাকতে হবে৷
বেতন:
চাকরিপ্রার্থীরা শুরুতেই ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১২ হাজার ৪০১ টাকা পর্যন্ত বেতন পাবেন৷
প্রার্থী বাছাই:
নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া হবে দুটি পর্যায়ে৷ লিখিত পরীক্ষার পর দৈহিক মাপজোক যাচাই করা হবে৷ দৈহিক সক্ষমতা পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
আবেদন:
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের ssc.nic.in এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে৷ আবেদন ফি ১০০ টাকা৷ ১৮ জুলাই পর্যন্ত অনলাইনে এবং ২২ জুলাই পর্যন্ত ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে৷