আইটি ক্ষেত্রে সামগ্রিক আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্... more
আইটি ক্ষেত্রে সামগ্রিক আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে। ফলে আগের মতো তহবিল, খরচ করার সামর্থ্য নেই বড় প্রযুক্তি সংস্থাগুলির। আর সেই কারণেই কর্মীর সংখ্যা কমাচ্ছে বেশ কিছু বড়, নামজাদা সংস্থা।
1/7লকডাউনের সময়ে, ২০২০ সালে শাপে বর হয়েছিল প্রযুক্তি সংস্থাগুলির। ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধির কারণে বেড়েছিল বিনিয়োগ, চাকরি, বেতন বৃদ্ধি। কিন্তু সেই গতি ফের স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করেছে। তাছাড়া সামগ্রিক আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে। ফলে আগের মতো তহবিল, খরচ করার সামর্থ্য নেই বড় প্রযুক্তি সংস্থাগুলির। আর সেই কারণেই কর্মীর সংখ্যা কমাচ্ছে বেশ কিছু বড়, নামজাদা সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজব্য ব্লুমবার্গ) (Bloomberg)
2/7হার্ড ড্রাইভ নির্মাতা সিগেট টেকনোলজি গত মাসে ৩,০০০ কর্মী হ্রাসের ঘোষণা করেছে। বর্তমান সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা হ্রাসের কারণে এই সিদ্ধান্ত বলে জানায় সংস্থা। এটি তাদের মোট লোকবলের প্রায় ৮%। ফাইল ছবি: টুইটার (Bloomberg)
3/7কম্পিউটারের প্রসেসর বলতেই আমজনতা ইন্টেল বোঝে। সেই ইন্টেল কর্পোরেশনের মতো বড় সংস্থাও আগামী বছর $৩ বিলিয়ন খরচ হ্রাস করতে চাইছে। আর সেই চেষ্টার অংশ হিসাবে নিয়োগ, কর্মী সংখ্যা কমানো হচ্ছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে পিসি বাজারে মন্দার প্রভাব পড়েছে ব্যবসায়। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এই ছাঁটাইয়ের ফলে সবার আগে ইন্টেলের সেলস এবং মার্কেটিং টিমে ছাঁটাই হবে। ২০% কর্মীই চাকরি হারাতে পারেন। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
4/7বিশ্বের অন্যতম বড় সংস্থাতেও আসন্ন মন্দার প্রভাব। মাইক্রোসফ্টের মুখপাত্র জানান, ইতিমধ্যেই সংস্থা 'অতিরিক্ত' কর্মীদের হাত ছেড়েছে। আয় হ্রাসের সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
5/7ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করেই প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। হঠাত্ই ইমেল করে কর্মীদের 'চিঠি ধরানো' হয়। ইলন মাস্ক নিজে টুইট করেন, 'টুইটার এখন রোজ ৪ মিলিয়ন মার্কিন ডলার করে লোকসান করছে। ফলে দুর্ভাগ্যবশত, খরচ কমাতে কর্মী বরখাস্ত ছাড়া উপায় ছিল না।' কর্মীদের ৩ মাসের বেতন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ফাইল ছবি: এএফপি (Bloomberg)
6/7চলতি সপ্তাহে বড়সড় ছাঁটাই পর্ব হতে পারে মেটা(Meta)-তে। ফেসবুকের মালিক সংস্থা থেকে হাজার হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এই বিষয়ে ওয়াকিবহাল মহল এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালকে। গত সপ্তাহে বুধবারই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটা কর্তৃপক্ষ যদিও এই রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য করতে অস্বীকার করেছে। ফাইল ছবি: এপি (Bloomberg)
7/7গত বেশ কয়েক বছর ধরেই, নেটফ্লিক্সের ক্রমেই উত্থান হয়েছে। তবে, ২০২২ সালটা মোটেও ভাল যাচ্ছে না তাদের। Netflix চলতি বছর দুই দফায় কর্মী ছাঁটাই করেছে। প্রথমে মে মাসে এবং তারপর জুনে। সব মিলিয়ে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করেছে বিশ্বের বৃহত্তম ওটিটি সংস্থা। ফাইল ছবি: নেটফ্লিক্স (Bloomberg)