শুরু হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া। আগামী ২৫ জানুয়ারি (শনিবার) দুটি সেশনে পরীক্ষা হবে। একটি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। অপরটি দুপুর দুটো থেকে বেলা সাড়ে তিনটে পর্যন্ত।
আরও পড়ুন : ক্লার্কশিপ পরীক্ষায় কড়া পদক্ষেপ পিএসসি-এর, জানুন বিশদে
আবেদনকারীরা apscwbapplication.in-এ গিয়ে ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার (বিজ্ঞাপন নম্বর ০৫/২০১৯) অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া
• পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (http://pscwbapplication.in/) যান।
• Admit Card লিঙ্কে ক্লিক করুন।
• Enrolment No ও DOB দিন। অথবা নিজের প্রথম নাম ও DOB দিন।
• আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখাবে।
• অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
