
AICTE স্কলারশিপ ২০২০: কী ভাবে আবেদন করবেন জেনে নিন
১ মিনিটে পড়ুন . Updated: 31 Oct 2020, 07:51 AM IST- AICTE স্কলারশিপ ২০২০-র জন্য আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২০।
টেকনিক্যাল ডিগ্রি ও টেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রী ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি দিচ্ছে AICTE। AICTE স্কলারশিপ ২০২০-র জন্য আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২০।
আবেদন পদ্ধতি:
১) ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে ‘স্কলারশিপ’ লিংকে ক্লিক করতে হবে।
২) নির্দেশাবলি পড়তে হবে। এরপর continue তে ক্লিক করতে হবে।
৩) রাজ্যের নাম, বৃত্তি বিভাগ, স্কিমের ধরণ (বৃত্তি প্রকল্প), লিঙ্গ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ পূর্ণ করতে হবে।
৪) নাম, IFSC, অ্যাকাউন্ট নম্বর-সহ ব্যাঙ্কের বিস্তারিত তথ্য দিতে হবে।
৫) অধার বা নম্বর দিয়ে Register-এ ক্লিক করতে হবে।
৬) মোবাইল নম্বর যাচাই করার জন্য OTP আসবে।
৭) OTP দিয়ে আবার লগ ইন করতে হবে। এবং AICTE স্কলারশিপ ফর্ম পূরণ করতে হবে।
৮) অ্যাপ্লিকেশন আই ডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।