বাংলা নিউজ > কর্মখালি > আপনার মতো কি চাকরি পালটানোর কথা ভাবছেন বাকিরাও? কতটা লড়তে হবে? উঠে এল সমীক্ষায়

আপনার মতো কি চাকরি পালটানোর কথা ভাবছেন বাকিরাও? কতটা লড়তে হবে? উঠে এল সমীক্ষায়

ইন্টারভিউ নেওয়া কর্মীদের ৪৭%-এরও বেশি তাঁদের বর্তমান সংস্থাতেই থাকতে চাইছেন। অন্যদিকে ৩৭%-এরও বেশি ২০২৩ সালে তাঁদের ক্যারিয়ারের বৃদ্ধিকেই অগ্রাধিকার দিতে চাইছেন। জব সাইট ইনডিডের এক প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে।