বাংলা নিউজ > কর্মখালি > UGC NET 2023: ইউজিসি নেট-এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ জানুয়ারি, জানুন প্রক্রিয়ার বিশদ তথ্য

UGC NET 2023: ইউজিসি নেট-এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ জানুয়ারি, জানুন প্রক্রিয়ার বিশদ তথ্য

ইউজিসি নেটের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ জানুয়ারি।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

জমা দেওয়া ফর্মে যদি পরীক্ষার্থীরা কোনও কিছু বদলাতে চান, তাহলে তার শেষ তারিখ ১৯ জানুয়ারি। ১৯ জানুয়র থেকে ২০ জানুয়ারি এই প্রক্রিয়া চলবে। এরপর নিজের বিষয়, বা পরীক্ষা কেন্দ্র সমেত কোনও কিছুই পাল্টানো যাবে না এবারের ইউজিসি নেট পরীক্ষায়।

২০২৩ সালের ইউজিসি নেট পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা আয়োজন করতে চলেছে। এবারের ইউজিসি নেট পরীক্ষায় যাঁরা আবেদন করতে চান, তাঁরা ugcnet.nta.nic.in এই লিঙ্কে গিয়ে বিশদে জানুন গোটা প্রক্রিয়া।

নেটের ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার প্রক্রিয়ায় টাকার অঙ্কের জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। অনলাইনে এই টাকার অঙ্ক জমা দেওয়া যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইতে সম্ভব। উল্লেখ্য, জমা দেওয়া ফর্মে যদি পরীক্ষার্থীরা কোনও কিছু বদলাতে চান, তাহলে তার শেষ তারিখ ১৯ জানুয়ারি। ১৯ জানুয়র থেকে ২০ জানুয়ারি এই প্রক্রিয়া চলবে।  এরপর নিজের বিষয়, বা পরীক্ষা কেন্দ্র সমেত কোনও কিছুই পাল্টানো যাবে না এবারের ইউজিসি নেট পরীক্ষায়। উল্লেখ্য়, ২০২২ সালের ২৯  ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছিল। তবে তা শেষের তারিখ ১৭ জানুয়ারি। এদিকে, ২০২৩ ইউজিসি পরীক্ষা সম্পন্ন হতে চলেছে ২১ ফেব্রুয়ারি থেকে।  ২১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হয়ে, তা শেষ হবে ১০ মার্চ। তার মধ্যে একাধিক জাতীয় ছুটিও রয়েছে। রয়েছে নানান উৎসব। 

ইউজিসি নেট রেজিস্ট্রেশন করতে প্রয়োজন, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিটের কপি। সঙ্গে ফর্মে সাবমিট করতে হবে পরীক্ষার্থীর মায়ের নাম। এছাড়াও পরিচয় পত্র সেখানে প্রয়োজন। আধার কার্ড, ব্যাঙ্কের পাস বুক, পারপোর্ট, ব়্যাশন কার্ড, ভোটার আইডি সমেত যে কোনও পরিচয়পত্রই এতে প্রমাণ্য হিসাবে পরিগণিত হবে। এছাড়াও প্রয়োজন- পিন কোড সহ মেইলিং ঠিকানার পাশাপাশি স্থায়ী ঠিকানা। আপনার পছন্দের কেন্দ্রগুলির জন্য চারটি শহর বেছে নিতে হবে। NET বিষয়ের কোড। লাগবে স্নাতকোত্তর স্তরে বিষয়ের কোড। প্রয়োজন, পোস্ট-গ্রাজুয়েশন কোর্সের কোড। ক্যাটাগরি সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়। প্রতিবন্ধী ব্যক্তি (PwD) সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়। বৈধ ই-মেইল ঠিকানা এবং মোবাইল নম্বর। শুধুমাত্র JPG/JPEG ফরম্যাটে স্ক্যান করা ছবি। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন