
এপ্রিলের মধ্যেই চা বাগানে শতাধিক স্কুল গড়বে অসম সরকার
১ মিনিটে পড়ুন . Updated: 02 Nov 2020, 10:13 AM IST- আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯ টি় স্কুল নির্মাণ করবে অসম সরকার।
স্কুল ছুট রুখতে এবং রাজ্যে শিক্ষার প্রসারের জন্য আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯টি স্কুল নির্মাণ করবে অসম সরকার। আজ থেকে স্কুলগুলির ভিত্তি প্রস্তর স্থাপন কাজ শুরু হল। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সর্মা একথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, তাঁর আগের কার্যকালে CBSE বোর্ডের অধীনে ষোলটি সরকারি বিদ্যালয় স্থাপন করা হয়েছিল । রাজ্যে শিক্ষার প্রসারে লক্ষ্যেই ১১৯টি স্কুল গড়ে তোলা হচ্ছে। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে স্কুলগুলি তৈরি হয়ে যাবে।
স্কুলগুলি এপ্রিলে রঙালি বিহুর সময় তৈরি হয়ে গেলেও নির্বাচন বিধির কারণে সেগুলি তখন উদ্বোধন করা যাবে না। কারণ ২০২১ সালের মার্চ - এপ্রিল মাসে অসমে বিধান সভা নির্বাচন। তাই নতুন সরকার ক্ষমতায় আসার পরই স্কুল গুলি উদ্বোধন করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, চা বাগানগুলিতে স্কুল গড়ে উঠলে রাজ্যে স্কুলছুটের সংখ্যাও নিয়ন্ত্রণে আসবে।